Telemedicine Service in Bangladesh on Coronavirus Lockdown Situations

telemedicine number in bangladesh

Telemedicine Number in Bangladesh


16263 (এক বাষট্টি তেষট্টি)-তে কল করে আপনি স্বাস্থ্য সংক্রান্ত যেকোন বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নিতে পারেন কোন প্রকার চিকিৎসা ফি প্রয়োজন নেই। এই হেল্পলাইন টি বিনা মূল্যে দিনরাত ২৪ ঘন্টা আপনার সেবায় নিয়োজিত। এছাড়া স্বাস্থ্যবাতায়ন থেকে আপনি সরকারী হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ক অন্যান্য যেকোন তথ্য এবং ফোন নাম্বার পেতে পারেন। স্বাস্থ্য বাতায়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রনালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ কর্তৃক পরিচালিত একটি সেবা।

কিভাবে যোগাযোগ করবেন? 16263 ডায়াল করার পর, আপনার স্বাস্থ্য বিষয়ে পরামর্শের জন্য সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে 0 (শূন্য) চাপুন।


১। এপ  ভিত্তিক ফ্রি সার্ভিস)
এই মূহুর্তে আমাদের দেশের পরিস্থিতি কারনে ডাক্তারের চেম্বারে যারা যেতে পারছেন না। তাদের জন্য বলছি, আপনারা অনুগ্রহ করে নিচের লিংক থেকে Ask Doctor এপসটি প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করে সেটআপ দিয়ে নিন। তারপর অপেন করে করোনা হটলাইন এ ক্লিক করুন। এখানে যে সকল ডাক্তারদের নাম পাবেন তাদের এখন কল করে ফ্রি-তে রোগ নিয়ে পরামর্শ নিতে পারবেন। (Name of apps: Ask Doctor)

ডাউনলোড লিংক-  https://play.google.com/store/apps/details?id=com.swot.ask_doctor2

২। (ফ্রি সার্ভিস)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: বিএসএমএমইউ-তে চালু হয়েছে ফ্রি বিশেষায়িত টেলিহেলথ সেন্টার।

এখন থেকে  09611677777   নম্বরে ফোন করে দেশের যেকোনো প্রান্ত থেকে ভিডিও সংযোগে সহজেই যে কেউ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারবেন।

নিচের ছবিতে দেয়া নম্বরগুলোতেও ফোন দিয়ে BSMMU হাসপাতালের কয়েকটি নম্বর দেয়া আছে যে গুলোতে ফোন দিয়ে চিকিৎসা ফি ছাড়া সেবা নিতে পারবেন।



৩। (পেইড সার্ভিস)
Labaid নিয়ে এলো টেলিমেডিসিন সেবা যার মাধ্যমে আপনি ঘরে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সনাম ধন্য বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার এর সেবা ও পরামর্শ নিতে পারবেন খুব সহজেই। তাই এপয়েন্টমেন্ট পেতে এখনই কল করুন 10606 নাম্বারে। এছারাও আপনাদের সুবিধার জন্য আরো রয়েছে হোম স্যাম্পল কালেকশন, মেডিসিন ডেলিভারি ও এম্বুলেন্স সেবা।


৪।  (ফ্রি সার্ভিস)
লকডাউন চলা কালে হোয়াটসআ্যাপ ব্যাবহার করে ফ্রি পরামর্শ নিতে পারবেন। নিচের ছবিতে বিস্তারিত। উনি লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞঅ হোয়াটআপস নম্বর- 01755500267



৫। (ফ্রি সার্ভিস)
ফেসবুকে একটি গ্রুপ আছে যেখানে সবাই ডাক্তার। আপনি তাদেরকে গ্রুপে আপনার সমস্যা লিখে দিলে তারা খুব দ্রুত আপনার জন্য পরামর্শ দিয়ে দিবে। এছাড়া তাদের গ্রুপে কিছু হোয়াট এ্যাপস নম্বর পাবেন যেগুলোতে সরাসরি কথা বলে পরামর্শ নিতে পারবেন। তাদের গ্রুপের লিংক- https://www.facebook.com/groups/397519470727469/



৬। (ফ্রি সার্ভিস)
নিচের ছবিতে বেশ কয়েকজন চর্ম রোগের ডাক্তারের হোয়াট্আপ নম্বর আছে। তাদের সাথে হোয়াটআপে পরামর্শ নিতে পারবেন। নিচের তথ্যটি ফেসবুক গ্রুপ- TREATMENT COMMUNITY OF BANGLADESH (TCB) থেকে সংগৃহিত।


৭। (ফ্রি সার্ভিস)
চোখের যে কোন সমস্যার জন্য টেলিফোনে পরামর্শ করতে
জাস্ট এ নাম্বারটি সেভ রাখুন।
019 888 157 46
সকাল 10 টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই নম্বরে ফোন করলে যেকোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসক নম্বরটি রিসিভ করবেন।
নিজের বা যেকোনো রোগীর প্রয়োজনে জাস্ট নাম্বারটি মুখে বলে দেওয়া বা টেক্সট করতে পারেন।
বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে অনুরোধ এর অংশ হিসাবে আজ বাংলাদেশ চক্ষু সেবা প্রথম সারির প্রতিষ্ঠান ভিশন আই হাসপাতাল এই নম্বরটি প্রদান করল।
তাদের জন্য শুভকামনা। এভাবে কয়েকদিনের মধ্যেই আরও অনেক প্রতিষ্ঠানে গিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।
ডা: মুহিব্বুর রহমান রাফের সৌজন্যে ।।






৮। (ফ্রি সার্ভিস)
“দেশের এই ক্রান্তিলগ্নে জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক সমাজ অঙ্গীকারবদ্ধ”
** শুধুমাত্র উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে WhatsApp নাম্বার-এ সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা যাবে।
নিচের তথ্যটি ফেসবুক গ্রুপ- TREATMENT COMMUNITY OF BANGLADESH (TCB) থেকে সংগৃহিত।

৯। (ফ্রি সার্ভিস)
যেখানেই অসুস্থ ছোট্ট সোনামনিরা তোমাদের জন্য সেখানেই আছেন। 
ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ (শিশু বিশেষজ্ঞ)
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল
ফ্রি পরামর্শ পেতে ফোন করুন।
মোবাঃ ০১৭১৫-২৫৯৩৭৯


১০। (ফ্রি সার্ভিস)
15 জন হৃদ্‌রোগ বিশেষজ্ঞকে নিয়ে অনলাইন ভিত্তিক সেবা দেওয়া শুরু করেছে বিট।’

বিট থেকে রোগীরা সেবা পেতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো- ০১৭৮৬২২৯১৬১। ম্যাসেজ বা কল দিয়ে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও রোগীরা পরামর্শ নিতে পারবেন। এ ছাড়া চিকিৎসকদের ই-মেইলে যোগাযোগ করা যাবে। - প্রথম আলো 


১১। (ফ্রি সার্ভিস)
ব্যাথার সমস্যা হলে ফ্রি পরামর্শ নিতে পারবেন।




১২। (এপ ভিত্তিক ফ্রি এবং পেইড সার্ভিস)
ফ্রি ভিডিও কন্সাল্টেসনে চিকিৎসা পরামর্শ পেতে ‘Hello Doctor Asia’ মোবাইল অ্যাপ এই লিঙ্ক থেকে https://play.google.com/store/apps/details?id=mia.hellodoctor.asia ডাউনলোড করুন।

১৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন, গাইনি, ডায়াবেটিস, ইউরোলজি, শিশু, হৃদরোগ, বাত-ব্যাথা, মনরোগ, ডেন্টাল সার্জন, ফিজিওথেরাপি, পুষ্টি বিশেষজ্ঞ সহ ২০ ধরনের স্পেশালিটি ) অনলাইনে চিকিৎসা সেবা প্রদান করেছেন। প্রয়োজনে ০১৭০৮৫০০১২৫ নাম্বারে যোগাযোগ করুন। ফ্রি এবং পেইড দুই ধরণের সেবা চালু রয়েছে।

১৩। (ফ্রি সার্ভিস)
Free Medical Consultation by Specialists Doctors of Shahabuddin Medical College & Hospital 24 Hours through Telemedicine. 
01833333772, 
01833333774-6,
01833333778-9



১৪। (ফ্রি সার্ভিস)
করোনা মহামারী সময়ে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর আরেকটি ব্রাঞ্চ "ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার" রিকাবীবাজারের কনসালটেন্টগনও ফোনের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করছেন নির্ধারিত সময়ে।
বিস্তারিত জানতে কল করুন:
০১৭০৮ - ৩৯৯ ৩০৪ (সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত), সুত্র- https://www.facebook.com/healthinfo.syl/



১৫। (পেইড সার্ভিস)
লক ডাউন, হোম আইসোলেশন, কোয়ারেন্টাইনের জন্য যারা নিয়মিত ফলোয়াপ, অসুস্থতা জনিত সমস্যা গুলো বিশেষজ্ঞ স্যারদের দেখাতে পারছেন না তাদের জন্য ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট কতৃপক্ষ বিশেষ টেলিমেডিসিন সেবা চালু করেছে।





১৬।(ফ্রি সার্ভিস):  এই সময়ে ফ্রি চিকিতসা দিয়ে এগিয়ে এসেছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসাপাতালের ডাক্তারগন। তাদের পরামর্শ পেতে ফোন দিন দুপুর ২টা থেকে বেলা ৪টা পর্যন্ত। ফোন নম্বর- 09610444555





১৭। (সরকারী এবং ফ্রি সার্ভিস)
করোনার সময়ে জরুরি সাহায্য পেতে ফোন করুন
১১ এপ্রিল ২০২০, ১৪:৪৯
প্রথম আলো থেকে সংগৃহিত

সর্দি-কাশি ও জ্বরে চিকিৎসকের পরামর্শ
জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)
নম্বর: ১০৬৫৫ ও ০১৯৪৪৩৩৩২২২

ই–মেইল: iedcrcovid19@gmail.com

করোনাবিষয়ক তথ্য পেতে এবং সম্ভাব্য আক্রান্ত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে ওয়েবসাইট: corona.gov.bd

স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬২৬৩
স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর ৩৩৩
সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৭৬৯০৪৫৭৩৯

মিথ্যা বা গুজব প্রচারের বিষয়টি নজরে এলে
৯৯৯  অথবা ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮

দাফন কার্যক্রমে সহায়তা পেতে
ফোন নম্বর: ০১৭১২০৮০৯৮৩ ও ০১৫৫২২০৪২০

মনঃসামাজিক সহায়তা সেল
সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে ফোনকলের মাধ্যমে সেবা মিলবে।
ফোন:  ০১৮১১৪৫৮৫৪১ও০১৮১১৪৫৮৫৪২

মুঠোফোনে দন্ত রোগের চিকিৎসা
নম্বর: ০১৭১১১৩৬৩৬২, ০১৭৪১৪৯০১৩৪, ০১৭১১৫৪০০৪৫, ০১৭১১৯৩৭৫৯০, ০১৭১১৮০০০৪৯, ০১৭১২৪৮৬৫৪৮ ০১৭১৫০৭৫৭৪০, ০১৭১৭২১১১০৫, ০১৮১৭৫৪১০০৫ ও ০১৮১৭০৯৪৩৩১

উপরের সকল তথ্য সংগৃহিত- 
যদি মনে করেন এই তথ্য গুলো করো উপকারে আসবে তবে অনুগ্রহ করে শেয়ার করুন।
No Comment
Add Comment
comment url